রাতে কমবে তাপমাত্রা, কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
বিজ্ঞাপন
এছাড়া বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। একই সময়ে দেশের দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সময় দেশের তাপমাত্রা দিনে কিছুটা কমলেও রাতে প্রায় অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ অক্টোবর) রংপুরের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও ময়মনসিংহের অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।
শনিবার (৪ অক্টোবর) রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।