সাগর উত্তাল, ঝুঁকি এড়াতে ঘাটে ফিরছেন জেলেরা

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর উপকূলে দমকা হাওয়া বইছে। সাগর উত্তাল হওয়ায় এবং হঠাৎ ঢেউ ও বাতাস বেড়ে যাওয়ায় মাছধরা নৌকা ও ট্রলারগুলো আগেভাগেই ঘাটে ফিরতে শুরু করেছে।
বিজ্ঞাপন
সরকারি ঘোষণা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার আগে কিছু জেলে সাগরে গিয়েছিলেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় অনেকেই সময়ের আগেই ঘাটে ফিরেছেন।
স্থানীয় জেলেরা জানান, ঝড়ো হাওয়া ও ঢেউয়ে সাগরে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংসারের চাপে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়েও সাগরে নামেন, তবে শেষ পর্যন্ত নিরাপত্তার কথা ভেবে ফিরে আসেন।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা হাওয়া হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “গভীর নিম্নচাপের কারণে যেকোনো মুহূর্তে দমকা হাওয়া ও উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। তাই ছোট নৌকা ও ট্রলারগুলোকে সাগরে গভীরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।”
বিজ্ঞাপন
হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জানিয়েছেন, নিষেধাজ্ঞা সফল করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। সাগর ও নদীতে টহল জোরদার করা হবে, এবং আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।