ঘূর্ণিঝড় ‘মন্থা’ আসছে, যেদিন থেকে প্রভাব পড়বে বাংলাদেশে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘মন্থা’।
রবিবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে, এটা এখন প্রায় নিশ্চিত। সোমবার এটি ঘূর্ণিঝড় আকার ধারণ করতে পারে এবং মঙ্গলবার ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় শীতের আগমন কবে, জানালেন আবহাওয়াবিদ
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের পর দুর্বল হয়ে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,২৭০ কিলোমিটার, মোংলা থেকে ১,৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে গভীর সাগরে উত্তাল অবস্থা বিরাজ করছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্র এলাকায় থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সতর্কভাবে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।








