Logo

দোলাচলে আবহাওয়া, নভেম্বরের বাকি দিনগুলোতে নেই শৈত্যপ্রবাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১২:৩৬
12Shares
দোলাচলে আবহাওয়া, নভেম্বরের বাকি দিনগুলোতে নেই শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের কিছুটা আমেজ থাকলেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দোলাচলে থাকবে—কখনো তাপমাত্রা বাড়বে, আবার কখনো কমবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের কিছু অংশে শীতের অনুভূতি শুরু হলেও শক্তিশালী শৈত্যপ্রবাহ এখনও দেখা যায়নি। উল্টো, তাপমাত্রা স্বল্প সময়ের জন্য আবার বাড়তে শুরু করেছে। চলতি মাসে বড় কোনো শৈত্যপ্রবাহের প্রত্যাশা নেই।

বিডব্লিউওটি বলেছে, দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকায় তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে টেকনাফে রাতের তাপমাত্রা ১৮–২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এখনও উষ্ণ আবহাওয়ায় বন্দি। দিনের তাপমাত্রা ৩০–৩৪ ডিগ্রি সেলসিয়াসে এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। রাজধানী ঢাকাতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮–৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮–২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শক্তিশালী শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগে ‘এই শীত, এই গরম’ ধারা দেশের আবহাওয়া দোলাচলের মধ্যেই চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD