Logo

কুয়াশাচ্ছন্ন কুড়িগ্রামে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৬
6Shares
কুয়াশাচ্ছন্ন কুড়িগ্রামে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কুড়িগ্রাম। রাত থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে,বুধবার (৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমলেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি।

চাকিরপশার ইউনিয়নের খুলিয়াতারী গ্রামের মো: রহিম বাদশা বলেন,মাঘ মাসে ঠান্ডা বেশি হয়। এ সময় মাঠেঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ কুয়াশায় কিছুই দেখা যায় না। এমন থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।

বিজ্ঞাপন

আটোচালক শাহিন আলম বলেন,গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে,কখন যেন দুর্ঘটনা ঘটে। গাড়ি বের না করলে পেটে ভাত জুটবে না,এ জন্য বের হয়েছি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD