Logo

বড়দিনে থাকবে শীতের স্নিগ্ধ আমেজ, থাকছে কুয়াশার দাপট

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৫, ২৩:৫৫
6Shares
বড়দিনে থাকবে শীতের স্নিগ্ধ আমেজ, থাকছে কুয়াশার দাপট
ছবি: সংগৃহীত

যিশু খ্রিষ্টের জন্মদিন বা শুভ বড়দিন আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। উৎসবের এই দিনে প্রকৃতি জুড়ে থাকবে শীতের আমেজ। আবহাওয়ার তথ্যমতে, এবারের বড়দিনটি হবে শুষ্ক ও হালকা ঠান্ডায়। বিশেষ করে উৎসবের আনন্দ মাটি করতে পারে এমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিডব্লিউওটি গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের দিন সারা দেশে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সেইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হালকা হিমেল বাতাসের কারণে দিনের তুলনায় রাতে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলের তুলনায় শীতের প্রকোপ কিছুটা বেশি থাকবে।

বিজ্ঞাপন

বিডব্লিউওটি আরও জানায়, নদী অববাহিকাসহ দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। সূর্য ওঠার পর কুয়াশা কিছুটা কমলেও সকালের দিকে শীতের অনুভূতি বেশ প্রবল থাকবে। তবে দুপুরের দিকে দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার রেশ থেকে যেতে পারে। উৎসবের আমেজে বাইরে ঘোরাঘুরির জন্য দুপুরের সময়টি সবচেয়ে অনুকূল থাকবে। এ ছাড়া সূর্যাস্তের পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে। যারা রাতে গির্জা বা উন্মুক্ত স্থানে উৎসবে অংশ নেবেন, তাদের জন্য পর্যাপ্ত গরম কাপড় সঙ্গে রাখা জরুরি বলেও জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

শুষ্ক ও শীতল আবহাওয়া উপভোগের পাশাপাশি স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে শীতকালীন পোশাক পরিধানে সচেতন থাকতে বলা হয়েছে। ধুলোবালি ও ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে পরিবারের সঙ্গে আনন্দময় উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছে বিডব্লিউওটি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD