Logo

৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি, ২০২৬, ১৯:১১
৪ ডিগ্রিতে নামতে পারে দেশের তাপমাত্রা
ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে আসতে পারে সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াসে। এতে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শীতের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসজুড়ে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কিংবা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে। পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি বলেন, জানুয়ারিতে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় থাকার সম্ভাবনা থাকলেও শীতের অনুভূতি থাকবে বেশি। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কোনো কোনো দিনে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কাও রয়েছে।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীত আরও বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। এ সময় দেশের প্রধান নদ-নদীগুলোতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বাড়তে পারে। তাই সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD