Logo

ঐতিহ্যবাহী বাফলা বীল রক্ষার দাবিতে মানববন্ধন নীলফামারীতে

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৩, ১২:৫৮
32Shares
ঐতিহ্যবাহী বাফলা বীল রক্ষার দাবিতে মানববন্ধন নীলফামারীতে
ছবি: সংগৃহীত

সরকারি নিয়মনীতি অনুসরণ করে চালিয়ে আসছি।

বিজ্ঞাপন

বাফলা বিল রক্ষার দাবিতে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনগন। প্রাচীন ও ঐতিহ্যেবাহী বাফলা বীল অবৈধ দখলদারি এবং ভূমি দস্যুদের হাত থেকে রক্ষার দাবিতে এই মানববন্ধন করেছে শতাধিক জেলে পরিবারের নারী ও পুরুষেরা। 

সোমবার (১৬ জাবুয়ারি) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের প্রাচীন বাফলা বিলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন বাফলা বিল রক্ষা কমিটির সভাপতি চান কিশোর দাস, হাকিম উদ্দিন, মো,এনামুল হক। 

বিজ্ঞাপন

মানববন্ধনে চান কিশোর দাস বলেন, ১৯৭৯ সাল থেকে এই জলমহালের ১শ পাচ শতক আমার লিজ ছিলো, সরকারি নিয়মনীতি অনুসরণ করে চালিয়ে আসছি। হটাৎ অবসরপ্রাপ্ত অডিট কর্মকর্তা আমজাদ হোসেন এবং তার ভ্রাতা আমিনুল মাস্টার অবৈধভাবে দাবি করছে এই সরকারি জলমহাল। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি এই অবৈধ দখলদারের হাত থেকে বাফলা বিল উদ্ধার করে উন্মুক্ত করার।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD