Logo

বদলগাছীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১৩:১১
13Shares
বদলগাছীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মিজানুর রহমান (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মিজানুর রহমান (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর রহমান বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির চকগোপিনাথ গ্রামের কাজেম আলী মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

মৃত মিজানুর রহমানের স্বজন আবুল কাশেম প্রিন্সিপালের ছোট ছেলে মোঃ নূর ঈ আলম সিদ্দীক জানান, মিজানুর রহমানের শ্বশুরবাড়ি ঐতিহাসিক পাহাড়পুর ইউপির মালঞ্চা গ্রামে। বিয়ে করার পর থেকেই সে শ্বশুরবাড়িতেই  থাকতো। নিজ গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছিলেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে মাহফিল থেকে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়।

বিজ্ঞাপন

এরপর আনুমানিক রাত নয়টার দিকে মিজানুর রহমান অভিমান করে গ্যাস ট্যাবলেট খায়। খাওয়ার পর পরিবার ও স্থানীয়রা বুঝতে পেরে তাকে প্রথমে গোবরচাঁপা বাজারে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকগণ বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। মৃত মিজানুর রহমানের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরএক্স/ 

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD