Logo

সোনারগাঁয়ে এমপি খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মান কাজের উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১৬:২২
20Shares
সোনারগাঁয়ে এমপি খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মান কাজের উদ্বোধন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামপুর ইউপির ৫ নং ওয়ার্ডে এই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালেব ভুইয়া।

বিজ্ঞাপন

এসময় এমপি খোকার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবী কামনায় দোয়া পরিচালনা করা হয়। 

বিজ্ঞাপন

এই ইটের সলিং রাস্তাটি জামপুর ইউনিয়নের নাগের কান্দি মসজিদ হতে শহীদুল্লাহ মেম্বার এর বাড়ী পর্যন্ত প্রায় ৫০০ ফুট নির্মাণ করা হবে এই গ্রামের যাতায়াতের রাস্তাটি নির্মাণের মাধ্যমে প্রায় ৩০০ পরিবার যাতায়াত করবেন ওই রাস্তা দিয়ে। রাস্তা না থাকায় বিশেষ করে বর্ষাকালে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর।

এলাকাবাসীর এই ভোগান্তি দূর করতে জামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালেব ভুইয়ার তত্ত্বাবধানে ও এমপি খোকার নিজস্ব অর্থায়নে এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় এবং খুব শীঘ্রই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

রাস্তার কাজ এর শুভ উদ্বোধন এর সময় উপস্থিত ছিলেন,শহীদুল্লাহ মেম্বার,৮ নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন, মজিবুর রহমান আ:গফুর মোল্লা,জরিনা বেগমসহ সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD