Logo

মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১৭:২৯
44Shares
মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু
ছবি: সংগৃহীত

নিজের মেয়ে ও নাতিকে কুপিয়ে জখম করে সানোয়ার হোসেন প্রাণ রক্ষার্থে মেয়ে তার পিতাকে ধাক্কায় দিলে ইটের উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন সানোয়ার হোসেন

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় মেয়ের ধাক্কায় পড়ে গিয়ে ইটে আঘাতে সানোয়ার হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গার বকশিপুর গ্রামে ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে নিহত সানোয়ার হোসেন তার মেয়ে ববিতা খাতুন ও নাতি আকুল হোসেনকে কুপিয়ে জখম করে। 

বিজ্ঞাপন

এরই জের ধরে মেয়ে তার পিতাকে ধাক্কা দিলে ইটের উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পরই পুলিশ অভিযান চালিয়ে মেয়ে ববিতাকে আটক করেছে।

ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেন, নিজের মেয়ে ও নাতিকে কুপিয়ে জখম করে সানোয়ার হোসেন। প্রাণ রক্ষার্থে মেয়ে তার পিতাকে ধাক্কায় দিলে ইটের উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন সানোয়ার হোসেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিকেলে সানোয়ার তার নাতী ছেলেকে মোবাইলে রিচার্জ করতে পাঠালে দোকানে না গিয়ে ঘোরাঘুরি করে বাড়িতে আসে। এতে রাগান্বিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নাতিকে কুপিয়ে জখম করে। মেয়ে ববিতা খাতুন প্রতিবাদ করলে তাকেও কুপিয়ে জখম করে। এ সময় মেয়ে তার পিতাকে ধাক্কা দিলে ইটের উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন সানোয়ার হোসেন। এঘটনায় মেয়েকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD