বরিশাল সিটি নির্বাচন: কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম, রাত পোহালে ভোট

ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে প্রতীক বরাদ্দের পরই প্রতিটি ওয়ার্ডে একটানা ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে
বিজ্ঞাপন
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
রবিবার (১১ জুন) জেলা শিল্পকলা একাডেমি থেকে নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রথমবারের মতো এবার বরিশালের সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট গ্রহণ হচ্ছে। ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে প্রতীক বরাদ্দের পরই প্রতিটি ওয়ার্ডে একটানা ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: খুলনা ও বরিশাল সিটিতে ভোট কাল
তিনি আরও বলেন, ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের জন্য দেড় হাজার ইভিএম মেশিন রাখা হয়। সকাল থেকে ইভিএম মেশিনসহ নির্বাচনি সামগ্রী প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এদিকে গোটা নির্বাচনি এলাকা নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলতে সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








