Logo

দর্শনা-মুজিবনগর সড়ক কেড়ে নিল রাতুলের প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুলাই, ২০২৩, ২৪:০৯
85Shares
দর্শনা-মুজিবনগর সড়ক কেড়ে নিল রাতুলের প্রাণ
ছবি: সংগৃহীত

একই উপজেলার কুড়ুলগাছি গ্রামের আনন্দবাজারের সেতু ওরফে হকোর ছেলে রাতুল (১৭) কুড়ুলগাছি গ্রাম হতে মোটরসাইকেল চালিয়ে

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলায় দুটি মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে রাতুল হোসেন (১৮) না‌মে এক যুবক নিহত হয়েছেন। ‌এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুর্শিদ আলম নামে আরও এক যুবক।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দি‌কে দামুড়হুদার হাওলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামে রুদ্রনগর মাদ্রাসার পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফের‌দৌস ওয়া‌হিদ।

বিজ্ঞাপন

রাতুল হোসেন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আনন্দবাজার এলাকার সেতুর ছোট ছেলে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফের‌দৌস ওয়া‌হিদ জানান, রাতুল কুড়ুলগাছি গ্রাম থেকে মোটরসাইকেলে দর্শনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা মুর্শিদ আলমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। আশেপাশে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দর্শনা পুরাতন বাজার মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মুর্শিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD