Logo

হবিগঞ্জে ল্যাব এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৩, ২৪:১২
37Shares
হবিগঞ্জে ল্যাব এইড হাসপাতালে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ৭ রোগীকে উদ্ধার করে হবিগঞ্জ

বিজ্ঞাপন

হবিগঞ্জ শহরের অটোরিকশা স্ট্যান্ড এলাকায় দি ল্যাব এইড হাসপাতালে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর মডেল থানা পুলিশ ৭ রোগীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।

বিজ্ঞাপন

জানা যায়, শহরে দি ল্যাব এইড হাসপাতালে নিচতলায় প্যাথলজি বিভাগে এসি বিস্ফোরণ ঘটে। মুহুর্তেই আগুন ধরে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগীরা এদিক-সেদিক ছুটাছুটি করে। এতে কয়েকজন রোগী আহত হন।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ৭ রোগীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

বিজ্ঞাপন

এদিকে, এ অগ্নিকাণ্ডে অটোরিকশা এলাকায় দেখা দেয় আগুন আতঙ্ক। ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘নিচতলায় এসি বিস্ফোরণ হলে আগুনের সূত্রপাত হয়। এতে আগুনের ধোঁয়ায় হাসপাতাল আছন্ন হয়ে পড়ে। রোগীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করি। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD