Logo

আখাউড়ায় ইয়াবাসহ শশুর বাড়ি থেকে জামাই আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৭
আখাউড়ায় ইয়াবাসহ শশুর বাড়ি থেকে জামাই আটক
ছবি: সংগৃহীত

মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক মাদক ব্যাবসায়ীকে তার নিজ শশুর বাড়ি থেকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নূরে আলম। এর আগে ভোর রাতে পৌরসভার-দূর্গাপুর এলাকার শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়িতে পুলিশে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার একশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামীকে আটক করা হয়। আটক আসামী কিশোরগঞ্জ জেলার  ভৈরব'র ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো নূরে আলম বলেন, আখাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামীর নিজ শশুর বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়। আসামির বিরুদ্ধেও ইতিপূর্বে ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।  মাদক বিরোধী  অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD