ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রাম ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও একই উপজেলার হরিপুরের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩)। এই ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সাথে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এই অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এই দুর্ঘটনায় ৩জন নিহত ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন জখমীদের উদ্ধার চিকিৎিসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং হাইচ গাড়ী তিনটি থানা হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এসডি/