Logo

পুলিশ পরিচয়ে ৭০ হাজার টাকা নিয়ে উধাও

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০
38Shares
পুলিশ পরিচয়ে ৭০ হাজার টাকা নিয়ে উধাও
ছবি: সংগৃহীত

পুলিশ পরিচয়ে মাদক তল্লাশীর নামে ঘরের লেপ তোষক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়ার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের শ্রী সুবত মালি (২৮) নামের এক ব্যাক্তির বাড়ীতে ঢুকে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশীর নামে ঘরের লেপ তোষক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়ার অভিযোগ পাওয়া গেছে।

 শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২ টার দিকে দু’টি মোটরসাইকেলযোগে তিনজন ব্যাক্তি গুড়নী গ্রামের শ্রী সুবতের বাড়ীর সামনে এসে দাঁড়ায়। তাদের কাছে হ্যান্ডকাপ ও কোমড়ে ওয়াকিটকি ছিল। তারা পুলিশ পরিচয় দিয়ে সুবতের বাড়ীতে ঢুকে দু’টি ঘরের তালা ভেঙে লেপ তোষক উল্টাপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। এসময়  সুবতের বাড়ীতে বৃদ্ধা দাদি ছিলেন শুধু।ৎ

বিজ্ঞাপন

সেই বৃদ্ধা পুলিশ পরিচয়দানকারীরদের বাঁধা দিলে তারা ওই বৃদ্ধাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের ভেতরে থাকা টাকা লুট করে নিয়ে যায়। গ্রামবাসী বুঝে উঠার আগেই তারা টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে গ্রামবাসী জানতে পায় তারা আসল পুলিশ নয়, প্রতারক।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী রাধা রাণী ও নুপুর জানান, তারা সুবতের প্রতিবেশী। সুবতের বাড়ীর পাশেই তাদের বাড়ী। বেলা সাড়ে ১২ টার দিকে দু’টি মোটরসাইকেলে তিনজন ব্যাক্তি সাদা পোষাকে সুবতের সামনের এসে জিজ্ঞেসা করে সুবতের বাড়ী কোনটা। এরপর বাড়ী দেখিয়ে দিলে তারা আর কোনো কথা না বলেই সুবতের বাড়ীর ভেতরে ঢুকে পড়েন। তাদের একজনের হাতে হ্যান্ডকাপ ও অন্যজনের কোমড়ে ছিল ওয়াকিটকি। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছে। আমরাও তাদের হাতে হ্যান্ডকাপ ও ওয়াকিটকি দেখে তাদের পুলিশ ভেবেছি। তখন সুবতের বাড়ীতে কেউ ছিলনা। শুধু তার বৃদ্ধা দাদি ছিল। তাকেও তারা ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘরের তালা ভেঙে টাকা নিয়ে দ্রুত উধাও হয়ে যায়।

বিজ্ঞাপন

সুবতের স্ত্রী কাজলী বলেন, আমি বাহিরে কাজ করছিলাম। খবর পেয়ে এসে দেখি তারা আমার ঘরের তালা ভেঙে আসবাবপত্র তছনছ করে ফেলেছে। তারা আমাকে বলে যে, তোমার ঘরে মাদক আছে আমরা তল্লাশি করছি, আমরা পুলিশের লোক। তাদের হাতে হ্যান্ডকাপ ছিল। এসময় আমার ঘরের ভেতরে জমি ফেরত নেওয়ার ৭০ হাজার টাকা ছিল তারা সেই টাকা লুট করে নিয়ে গেছে। পরে জানতে পারলাম তারা আসল পুলিশ নয়, প্রতারক ছিল।

শ্রী সুবত মালি বলেন, আমি মাঠে কাজ করছিলাম। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশের পরিচয় দিয়ে আমার ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। আমি গরীব মানুষ জমি ফেরত নেওয়ার ওই টাকা ঘরে রেখেছিলাম। আমি এখন স্ত্রী সন্তান নিয়ে কিভাবে চলবো।

বিজ্ঞাপন

আওলাই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. হাম্মদ আলী বলেন, বর্তমানে পুলিশ পরিচয় দিয়ে যেখানে সেখানে চুরি ছিনতাই হচ্ছে। সুতরাং আমি একজন জনপ্রতিনিধি হয়ে এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনগতভাবে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD