Logo

কুমিল্লায় সুলতানপুর বিজিবির অভিযানে অবৈধ পণ্য জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
কুমিল্লা
২৩ অক্টোবর, ২০২৫, ১৭:৪১
2Shares
কুমিল্লায় সুলতানপুর বিজিবির অভিযানে অবৈধ পণ্য জব্দ
ছবি: প্রতিনিধি

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

অবৈধ পণ্যগুলোর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শংকুচাইল বিজিবি ক্যাম্পে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) -এর অধিনায়ক লেঃ কর্নেল মো: জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন ,“সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD