কুমিল্লায় সুলতানপুর বিজিবির অভিযানে অবৈধ পণ্য জব্দ

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
অবৈধ পণ্যগুলোর মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা রয়েছে।
আরও পড়ুন: ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে শংকুচাইল বিজিবি ক্যাম্পে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) -এর অধিনায়ক লেঃ কর্নেল মো: জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন ,“সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।”