Logo

বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার

profile picture
উপজেলা প্রতিনিধি
দিনাজপুর
২৩ অক্টোবর, ২০২৫, ১৬:১৮
16Shares
বিরামপুরে এন্টিবায়োটিকের অপব‍্যবহার বিষয়ক সচেতনতামূলক সেমিনার
ছবি প্রতিনিধি।

দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের নিয়ে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের অপব্যবহার রোধে সচেতনতামূলক সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‘সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরও পড়ুন:

‎‘সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট‍্যান্স প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ের একটি কক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এই সেমিনার ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ঔষধ প্রশাসন অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহরিয়ার পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম।

আরও পড়ুন:

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার বেড়েই চলেছে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রামগঞ্জের ঔষধের দোকান থেকে যখন তখন এন্টিবায়োটিক জাতীয় ঔষধ কিনে খেয়ে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হচ্ছে এবং এন্টিবায়োটিক জাতীয় ঔষধের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। সেজন্য চিকিৎসকের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ না খেতে আহবান জানান বক্তারা।

বিজ্ঞাপন

এছাড়া শিক্ষার্থীদের নিজ পরিবারের সদস্যদের এবং প্রতিবেশিদের এন্টিবায়োটিক জাতীয় ঔষধের অপব্যবহার রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD