Logo

বাউফলে গ্রাম পুলিশের মাঝে সরকারি পোশাক ও সরঞ্জাম বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৩ অক্টোবর, ২০২৫, ১৫:০৩
10Shares
বাউফলে গ্রাম পুলিশের মাঝে সরকারি পোশাক ও সরঞ্জাম বিতরণ
ছবি প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সরকারি পোশাক, শীতবস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন।

সরকারি সরঞ্জামের মধ্যে ছিল— গ্রাম পুলিশদের ইউনিফর্ম, রেইনকোট, কোমরের বেল্ট, বেতের লাঠি, সোয়েটার, জ্যাকেট ও জুতা। ইউনিয়ন দফাদার ১৪ জন ও মহল্লাদার ১৩৪ জনসহ মোট ১৪৮ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় ইউএনও আমিনুল ইসলাম বলেন, “আপনারা গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ সরকারের নানা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনাদের ভূমিকা প্রশংসনীয়। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখলে প্রশাসন ও থানা আরও কার্যকরভাবে জনসেবা দিতে পারবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। পরে ইউএনও উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের হাতে সরকারি পোশাক ও সরঞ্জাম তুলে দেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD