তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

নেত্রকোণায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান পলক, রংপুর বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক আকাশ ইসলাম, রাজীব মিয়াসহ অন্যরা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা রংপুর বিভাগের সানুষসহ দেশের সব মানুষের জীবন বাঁচা-মরার সাথে জড়িত। নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।