জনবাণী‘র সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

জনবাণী‘র সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
বিজ্ঞাপন
রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী‘র সম্পাদক প্রকাশক সহ চার সাংবাদিকের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করে। এ ঘটনার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক জনবাণীর মেহেরপুর প্রতিনিধি রাশেদ খান। সাংবাদিক আবু আক্তার করনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক রাশেদুজ্জামান, রাব্বি আহমেদ, সাজিবুল হক, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ অন্যন্যরা।
বিজ্ঞাপন
বক্তরা বলেন, রাজধানীর বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারও দুষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। হামলার সাথে জড়িতরা আটক না হলে মেহেরপুরের সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন ছাড়াও কঠর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেও জানান।
আরএক্স/








