প্রিয়ম কাঁচপুরী’র জন্মদিনে দুঃস্থদের কম্বল উপহার

খাবার শেষে সবার জন্য উপহার হিসেবে থাকছে একটি করে কম্বল
বিজ্ঞাপন
প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাচপুরীর পুত্র প্রিয়ম কাচপুরীর ৩২ তম জন্মদিনে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ ভবনে প্রিয়ম টাওয়ারে কম্বল বিতরণ করেন হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আগামী সোমবার (১৩ জানুয়ারী) হীরাঝিলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুরে মাদ্রাসার ছাত্রসহ গরিব ও অসহায়দের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। এই জন্মদিনের মূল আকর্ষনই হলো এতিম ও অসহায়দের মাঝে রাজকীয় খাবারের আপ্যায়ন করা। খাবার শেষে সবার জন্য উপহার হিসেবে থাকছে একটি করে কম্বল। এ ছাড়াও গত দুদিন ধরে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগগঞ্জ, ঢাকা, কুমিল্লা, চৌদ্দগ্রাম ১০ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল উপহার হিসেবে দেওয়া হয়।
আলহাজ্ব হাবিবুল্লাহ কাচপুরী বলেন, আমার ছেলের জন্মদিন। এদিনটি আমি প্রতি বছর এতিম ও অসহায়দের নিয়ে পালন করে থাকি। আপনারা আমার পরিবার ও আমার ছেলের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে সব সময় সুস্থ রাখেন, এবং আমিও যেন সব সময় মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
তিনি বলেন, জন্মদিনের খুশী সকলের মাঝে ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি।আপনাদের বিপদ-আপদে আমি অতিতে যেমন ছিলাম, বর্তমানেও তেমন আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এমএল/








