Logo

ডুয়েটের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারী, ২০২৫, ২২:১০
39Shares
ডুয়েটের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা
ছবি: সংগৃহীত

ডুয়েটের হিট প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সভা

বিজ্ঞাপন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের একটি সভা বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। 

সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) মঞ্জুরের লক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের যে সকল সন্মানিত শিক্ষক ও গবেষকবৃন্দ প্রকল্প জমা দিয়েছেন, তাঁরা এ সভায় অংশগ্রহণ করেন।

উক্ত সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রোজেক্ট প্রোপোজাল প্রস্তুত থেকে শুরু করে একটি প্রোজেক্ট সফলভাবে বাস্তবায়ন করার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা এবং প্রকাশনার ক্ষেত্রে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন ও নতুন ল্যাবরেটরি স্থাপন, বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়ন এবং এ্যাডভান্স রিসার্চ ও ইনোভেশন সাপোর্ট ফ্যাসিলিটিস উন্নয়নের মাধ্যমে ডুয়েটকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।' তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে ডুয়েটের অবস্থান উন্নয়নে এবং শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ডুয়েটের সকল শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী একই পরিবার হিসেবে আমরা সকলে একযোগে কাজ করে শিক্ষা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করবো।' তিনি এই ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)' প্রকল্পে প্রোপোজাল জমাদানকারী সন্মানিত শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD