চুয়াডাঙ্গায় চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবলের আত্মহত্যা

চুয়াডাঙ্গায় চেকপোস্টে দায়িত্বরত কনস্টেবলের আত্মহত্যা
বিজ্ঞাপন
আহসান হাবিব মামুন, দর্শনা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট ইমিগ্রেশন বিভাগে কর্মরত পুলিশ কনস্টবল শামীম ইসলাম সাজু (৩২) সিলিং ফ্যানের সঙ্গে লাল দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে সহকর্মীরা চেকেপোষ্টের নতুন ভবনের দ্বিতীয় তলার শয়নকক্ষের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিজ্ঞাপন
নিহত শামীম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে । তার কনস্টবল নং ৫৩২।
বিজ্ঞাপন
সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকেই গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের ২য় তলার একটি কক্ষে বাস করে আসছিলেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী তাকে নাস্তা করার জন্য খোঁজ নিতে গেলে শামীম ইসলাম সাজুর ঝুলন্ত লাশ দেখতে পান।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কনষ্টবল শামীম ইসলাম সাজুর লাশ বেলা ১১টায় তিনি ঘটনাস্থলে পৌঁছে ধুলন্ত লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
আরএক্স/








