Logo

এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২২
4Shares
এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন
ছবি প্রতিনিধি।

ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গাবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি ও এবি পার্টির নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গায় পদায়ন করা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত। তিনি পাবনা ও ঢাকায় চাকরিরত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারন মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। এমনকি জুলাই আন্দোলনে সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ রয়েছে। এমন একজন পুলিশ অফিসারকে চুয়াডাঙ্গার মানুষ মেনে নিবে না। চুয়াডাঙ্গাবাসী কোন ফ্যাসিস্ট চায় না, আমরা মানবিক পুলিশ সুপার চায়। অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

গত ১১ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে ডিএমপির মিরপুর জোনের ডিসি গৌতম কুমার বিশ্বাসকে পুলিশ সুপার হিসেবে চুয়াডাঙ্গায় পদায়ন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী সমির হোসেন, ৯ নং ওয়ার্ড পৌর জামায়াতের সভাপতি শরিফ হাসান, ২ নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৫নং ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, রফিউল কাদির ও সুমন রেজা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD