Logo

শিবচরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আসামি ধরতে না পারায় মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
মাদারীপুর
১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:২০
15Shares
শিবচরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আসামি ধরতে না পারায় মানববন্ধন
ছবি প্রতিনিধি।

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিহতের সহপাঠী ও স্বজনরা শিবচর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এসময় ৫-৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রাকিব শিবচরের সরদারকান্দি এলাকার বাসিন্দা। তিনি ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন এবং সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পান।

বিজ্ঞাপন

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটলেও পুলিশ এখনও আসামিদের গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD