কাশিমপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর মহানগরের কাশিমপুরে পুলিশ বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ নং ওয়ার্ডের লস্করচালা এলাকায় থেকে মাদক ক্রয় বিক্রয় করার সময় লস্করচালা এলাকার আব্দুল লতিফ (৪২) কে হাতেনাতে আটক করা হয়। তিনি মৃত সুবাহান মোল্লার ছেলে এবং মাতা মোছা: মোহেলার সন্তান। তাদের স্থায়ী বসবাস গাজীপুর মহানগরের লোহাকৈর বড়চালা এলাকায়।
পুলিশ জানিয়েছে, আটককৃত আব্দুল লতিফের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন মাদক ও অপরাধ দমনে কাশিমপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ সব সময় কঠোর অবস্থানে থাকবে।"
বিজ্ঞাপন
বিজ্ঞাপন