Logo

যশোরে বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
যশোর
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৬
12Shares
যশোরে বাস ও পিক‌আপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি প্রতিনিধি।

যশোর-বেনাপোল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুহুল কুদ্দুস (৩৮) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঝিকরগাছা থানার সামনের সড়কেই এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামের মৃত নেছার আলী ছেলে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খোলা হলো সব জলকপাট

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রুহুল কুদ্দুস একটি মিনি পিকআপ চালিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক ধরে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। ঝিকরগাছা থানা সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস (শামীম এন্টারপ্রাইজ) বিপরীত দিক থেকে আসতে থাকে।

বিজ্ঞাপন

উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রুহুল কুদ্দুস ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ সময় স্থানীয়রা ঝিকরগাছার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ড্রাইভারকে গাড়ীর ভেতর থেকে উদ্ধার করেন। এবং পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে রুহুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, রাস্তার পাশে আন্দোলনকারীদের অবস্থান

বিজ্ঞাপন

নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে। এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD