Logo

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:২৮
36Shares
ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন
ছবি: সংগৃহীত

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরসহ আশপাশের এলাকায় বর্তমানে বিক্ষোভকারীরা অবস্থান করছেন।

ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন তারা। কিছু সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে জনতার ধাওয়া খেয়ে তারা মডেল মসজিদে আশ্রয় নিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে শত শত মানুষ মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক ধরে ভাঙ্গা গোলচত্বর অভিমুখে অগ্রসর হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা গোলচত্বর এলাকায় পৌঁছে যান, যেখানে তারা যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেয়। আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে পুলিশ সদস্যরা অবস্থান করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালিয়েছে। অগ্নিসংযোগ করেছে উপজেলা অফিসার্স ক্লাবে। ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছে পায়ে হেঁটে, কেউ আসছে ভ্যান-নসিমনে, কেউ আসছে মোটরসাইকেল করে।

এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এ বিষয়ে ভাঙ্গার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পুলিশের ভাঙ্গা সার্কেল, ভাঙ্গা থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোন ধরেননি। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করছি।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD