Logo

আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
ঢাকা
১৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৩
5Shares
আশুলিয়ায় আর্মি ক্যাম্পের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় যৌথবাহিনীর তল্লাশি অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে দিয়াখালী ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর নিয়মিত চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২৮ হাজার ৬০০ টাকা, তিনটি মোবাইল ফোন (যেগুলোর মধ্যে অপরাধসংক্রান্ত তথ্য পাওয়া গেছে) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটক দুই ব্যক্তি হলেন, ১️, জাকির হোসেন (৩০), পিতা: হাবিবুর রহমান, মেহেন্দীগঞ্জ, বরিশাল। ২️, মো. আল আমিন (২৫), পিতা: রুস্তম আলী, দৌলতপুর, খুলনা।

উদ্ধার করা ইয়াবা, টাকা ও অন্যান্য আলামতসহ আটক দুইজনকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযান শেষে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল পরিচালনা করা হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD