বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাসান উদ্দিন, এএসআই (নিঃ) ইউসুফ গাজীসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, বাঞ্ছারামপুর কান্দাপাড়ার ইদন মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে মেহেদী (২৫), কায়েম মিয়ার ছেলে মো. সোহান (২৫), উজানচর রিফিউজি পাড়ার সাম মিয়ার ছেলে আদিল মিয়া, জগন্নাথপুর উত্তরপাড়ার শহিদ উল্লাহর ছেলে মো. রাসেল (৩৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার হারুন মিয়া মুন্সির ছেলে ফারুক মুন্সি (৩৪)।
বিজ্ঞাপন
এ সময় তাদের হেফাজত থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি ও ১টি ধারালো ছোরা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাত ২টার দিকে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের দরজা ভেঙে ৫ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করেছি। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”