ঠাকুরগাঁওয়ে কিডনি রোগে আক্রান্ত ভূমিহীন পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকায় কিডনি রোগে আক্রান্ত এক ভূমিহীন ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে 'বাংলাদেশ ভূমিহীন আন্দোলন' নামের একটি সংগঠন।
বিজ্ঞাপন
জানা যায়, রুহিয়া থানার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের আসলাম আলী (৪৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে একটি কিডনি নষ্ট হয়ে যায়, নষ্ট কিডনি অপারেশনের ঠাকুরগাঁও শহরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভূমিহীন ও অসহায় আসলাম আলী কিডনি রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে রবিবার (১২ অক্টোবর) গভীর রাতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির উদ্যোগে আসলাম আলীর বাড়িতে গিয়ে ৫ হাজার টাকা চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পরিবারটির চিকিৎসা এবং জীবনধারণের ক্ষেত্রে এই অনুদান এক নতুন আশার সঞ্চার করেছে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে ভোগা পরিবারটির প্রধান, যিনি নিজে একজন ভূমিহীন, তার কিডনি রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। একদিকে ভূমি না থাকার যন্ত্রণা, অন্যদিকে কঠিন রোগের চিকিৎসা – এই দুইয়ের চাপে পরিবারটি অত্যন্ত শোচনীয় অবস্থায় দিন কাটাচ্ছিল।
পরিবারের এই দুরবস্থার খবর পেয়ে 'বাংলাদেশ ভূমিহীন আন্দোলন'-এর ২১ নং ঢোলারহাট ইউনিয়ন শাখা তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন, সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর নেতৃত্বে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন কমিটির সভাপতি মো: গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক স্ববাবু রাম রায়, সাংগঠনিক সম্পাদক বঙ্কিম চন্দ্র বর্মন এবং সহ সাধারণ সম্পাদক মো: ঈমান আলী এসে আক্রান্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অর্থ সহায়তা প্রদানের সময় 'বাংলাদেশ ভূমিহীন আন্দোলন' রুহিয়া থানা কমিটির সভাপতি প্রফুল্ল কুমার বর্মন বলেন, "ভূমিহীন মানুষের অধিকার আদায়ের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি, এই সামান্য সহায়তাটুকু পরিবারটির চিকিৎসার জন্য কিছুটা হলেও কাজে আসবে এবং তাদের জীবনধারণের কষ্ট লাঘব হবে।"
আর্থিক সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আক্রান্ত ব্যক্তির স্ত্রী অশ্রুসিক্ত নয়নে বলেন, "আমরা কোনোদিন ভাবিনি এই কঠিন সময়ে কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে। 'বাংলাদেশ ভূমিহীন আন্দোলন' আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো।"
বিজ্ঞাপন
স্থানীয়রা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 'বাংলাদেশ ভূমিহীন আন্দোলন'-এর এই পদক্ষেপ প্রমাণ করল যে, সম্মিলিত প্রচেষ্টায় সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখেও হাসি ফোটানো সম্ভব।