Logo

নেত্রকোনায় জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৮ অক্টোবর, ২০২৫, ১১:১৬
4Shares
নেত্রকোনায় জামায়াতের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ছবি: প্রতিনিধি

‎আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ অক্টোবর) সকালে নেত্রকোনা পৌরসভার রেলক্রসিং মোড় এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখা।

বিজ্ঞাপন

‎পৌর শহরের ১নং ওয়ার্ডের রেলক্রসিং বাজার এলাকায় আয়োজিত এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার। তিনি রেলক্রসিং বাজার এলাকায় একটি ডাস্টবিন স্থাপনের আশ্বাস দেন, যাতে স্থানীয়রা নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে পারেন।

‎১নং ওয়ার্ডের আমির অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌর আমির রফিকুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুল মাল বিভাগের সদস্য মাস্টার নিজাম উদ্দিন, পৌর নায়েবে আমির ডা. আবুল হোসেন এবং পৌর সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আলী উসমান আনসারীসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মী।

বিজ্ঞাপন

‎অভিযান শেষে বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ে তুলতে সকল নাগরিকের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ময়লা-আবর্জনামুক্ত পরিবেশ গড়ার আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD