Logo

পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২০ অক্টোবর, ২০২৫, ১২:৪৪
20Shares
পূবাইলে কৃষি জমি ও পুকুর বালি ভরাটের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা
ছবি প্রতিনিধি।

পূবাইলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে চার ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন বিন্দান এলাকায় এ অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন গাজীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিছ।

অর্থ দণ্ডপ্রাপ্তরা হলেন,বিন্দান এলাকার শামীম ,সহ আরো তিনজন

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পূবাইল বিন্দান এলাকায় কৃষি জমিতে গড়ে ওঠা কসমো কোম্পানি নামের একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়াই ডেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিছ ঘটনাস্থলে গিয়ে বালু ভরাটের সত্যতা পান।

অপর দিকে পূবাইল কাজীপাড়া এলাকায় পুকুর ভরাট এর সত্যতা পান। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ভরাটে জড়িত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই তা আদায় করা হয়। বালু ভরাট এর সরঞ্জাম জব্দ ও নষ্ট করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে পূবাইলের বিভিন্ন স্থানে কৃষি জমিতে বালু ভরাট করে আবাসন ব্যবসা চালিয়ে আসছে। কতিপয় কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD