Logo

শাহজাদপুরে তীব্র যানজটে বিপর্যস্ত জনজীবন!

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২০ অক্টোবর, ২০২৫, ১৩:০৩
34Shares
শাহজাদপুরে তীব্র যানজটে বিপর্যস্ত জনজীবন!
ছবি প্রতিনিধি।

দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দ্র ও নিউজিল্যান্ড খ্যাত জনপদ সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে ব্যাটারি চালিত অটো রিক্সা-ভ্যান, সিএনজি টেম্পুসহ নানা যানবাহনের সীমাহীন দৌরাত্ব দিন দিন বেড়েই চলেছে। এসব অটো রিক্সা-ভ্যানসহ নানা যানবাহনের আধিক্য ও বেপরোয়া চলাচলে নিয়মনীতির তোয়াক্কা করছে না চালকেরা।

বিজ্ঞাপন

সেই সাথে, স্থানীয়ভাবে এসব অটো রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহন পার্কিংয়ে নেই কোন নির্ধারিত স্ট্যান্ড। ফলে পৌর এলাকার ব্যস্ততম বিভিন্ন সড়কের যেখানে সেখানে অনিয়মতান্ত্রিকভাবে যানবাহন পার্ক করায় সৃষ্ট তীব্র যানজটে এলাকাবাসীর দুর্ভোগ-দুর্গতি চরমে পৌঁছেছে। ফলে এর মধ্যেই নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।

বিজ্ঞাপন

তাঁত সমৃদ্ধ এই উপজেলায় এমন দূর্ভোগে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চলের মানুষ। উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন পূর্বে অবস্থিত। উপজেলার হাবিবুল্লাহনগড়, পোরজনা, কৌজুরী, জালালপুর, গালা, রূপবাটি ও খুকনী ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। তাদের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার জন্য এই সড়কের বিকল্প কোনো সড়ক না থাকায় তাঁরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে।

এসব অটো রিক্সা-ভ্যানের হর্ণের তীব্র শব্দে সৃষ্ট অসহনীয় শব্দ দূষণে পৌরবাসীর শ্রবণশক্তি ক্রমশ: কমে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জনজীবনেও ছন্দপতন ঘটছে। এসব কারণে পৌরবাসীর জনজীবন বিষিয়ে উঠছে। প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার অন্তর্গত পৌর এলাকার প্রধান সড়কগুলাতে নিয়ম-নীতি উপেক্ষা করে প্রতিনিয়ত অবাধে চলছে ব্যাটারি চালিত অটো রিক্সা-ভ্যান, নছিমন, করিমন, সিএনজি, কাভার্ড ভ্যান, মিনি পিকআপ, ট্রাক, মিনি ট্রাকসহ নানা যানবাহন। এসব যানবাহন পার্কিংয়ে যেমন নেই কোন স্ট্যান্ড। ফলে চালকদের নিয়ন্ত্রণ, নীতিমালার অভাব আর সংশ্লিষ্টদের নিয়মিত তদারকির অভাবে র্দীঘদিন উপজেলা বাসী কে যানজটের কবলে পড়ে সীমাহীন দুর্ভোগ দুর্গতি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মো. কামরুজ্জামান জানান, যানজট নিরসনের জন্য পৌরসভার পক্ষ থেকে কাজ চলছে এবং পৌরসভা প্রশাসন সবসময় যানবাহন চালকদের দিকনির্দেশনা ও বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

অপরদিকে, সৃষ্ট অসহনীয় যানজট ও শব্দ দূষণমুক্ত শাহজাদপুর গড়তে ও জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত যথাযথ উদ্যোগ নেবে সংশ্লিষ্টরা-এমনটাই দাবী শাহজাদপুর বাসীর।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD