Logo

নোয়াখালীতে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৪০

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১৯ অক্টোবর, ২০২৫, ২০:২৬
25Shares
নোয়াখালীতে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৪০
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করেন, শনিবার কাশেম বাজার জামে মসজিদে ছাত্রশিবিরের উদ্যোগে ‘দারসুল কুরআন’ প্রোগ্রাম চলাকালে কিছু যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রবিবার আসরের নামাজের পর একই স্থানে কুরআন তালিমের আয়োজন করলে পুনরায় হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

তিনি জানান, হামলায় শিবিরের অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, সাথী ছালাউদ্দিন এবং কেরামতিয়া মাদরাসার শিবির সভাপতি আরাফাত আলী।

অন্যদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আসরের নামাজের পর শিবিরের নেতাকর্মীরা মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করলে তারা বাধা দেন। এ সময় শিবির কর্মীরা উল্টো হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ জন আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান রয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD