Logo

নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় দুই পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

profile picture
উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটি
১৯ অক্টোবর, ২০২৫, ১৪:০৯
12Shares
নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় দুই পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের নানিয়ারচরে নৌকা ডুবিতে প্রাণহানির ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞাপন

গত ৩০ সেপ্টেম্বর নানিয়ারচরের মহাজনপাড়ায় ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়।

দুর্গাপূজা উপলক্ষে শনোলাপাড়ার ছয়জন কলেজ শিক্ষার্থী একই নৌকায় করে নানিয়ারচর বাজারে আসেন। বাড়ি ফেরার পথে প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে গেলে চারজন প্রাণে বেঁচে গেলেও দুঃখজনকভাবে ডেনিজেন চাকমা ও জিতেশ দেওয়ান প্রাণ হারান। এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

বিজ্ঞাপন

সাম্প্রতিক এই দুর্ঘটনায় প্রাণহানির শোকাবহ দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। রবিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাদেশ সেনাবাহিনীর “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মো. মশিউর রহমান (পিএসসি)।

জোন কমান্ডার বলেন, “এই মর্মান্তিক ঘটনায় নানিয়ারচর জোন গভীর শোক প্রকাশ করছে। আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং দুঃখের এই কঠিন সময়ে সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD