সালথায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

ফরিদপুরের সালথায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ (৫০) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা পুরাতন ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শেখ উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ইব্রাহিম শেখ ও স্কুলের দুইজন স্কাউট শিক্ষার্থী নিয়ে সালথা আসার সময় সালথা টু সোনাপুর সড়কের ফুকরা পুরাতন ঈদগাহ এলাকায় ইজিবাইক ওভারটেক করার সময় সালথার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনিসহ সঙ্গে থাকা দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফায়ারসার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফরিদপুর নেওয়ার পথে বালিয়া বাজারে পৌছালে তার মৃত্যু হয়। বাকিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন শিক্ষক নিহত হয়েছেন। এছাড়াও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুইটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।