Logo

পদ্মা-যমুনায় নৌ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭৮

profile picture
জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
১৯ অক্টোবর, ২০২৫, ১৩:৩২
5Shares
পদ্মা-যমুনায় নৌ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৭৮
ছবি: প্রতিনিধি

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-যমুনায় অবৈধভাবে ইলিশ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া নৌ থানা পুলিশ।

বিজ্ঞাপন

৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা অভিযানে গ্রেফতার হয়েছে ৭৮ জন, জব্দ হয়েছে ১ কোটি ৫১ লাখ মিটার কারেন্ট জাল।

পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অভিযান চলাকালে ৭টি নিয়মিত মামলা দায়ের করে ১৫ জনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আরও ৬৩ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ৩৯৩ কেজি ইলিশ মাছ ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হয়েছে। পদ্মা-যমুনায় কোনোভাবেই অবৈধভাবে ইলিশ শিকার করতে দেয়া হবে না।

অভিযান চলাকালে নদী তীরবর্তী এলাকায় ২০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলেদের সচেতন করতে মাইকিং ও প্রচারণা চালানো হয়।

ওসি আরও বলেন, মা ইলিশ রক্ষায় পুলিশের টহল কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD