পীরগঞ্জে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানান, বর্ণিত গ্রামে স্বামী-স্ত্রী দুজনে পৃথক ঘরে রাত্রীযাপন করত। শনিবার ভোর রাতের দিকে স্বামী আব্দুল হাকিম প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাহিরে আসলে স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পায়। তিনি ঘরের ভিতরে প্রবেশ করে গলা কাটা অবস্থায় স্ত্রীর নিথর দেহ খাটের উপরে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। চিৎকার শুনে আশে পাশের লোকজন ছুটে আসে।
বিজ্ঞাপন
খবর পেয়ে দু’ছেলে রাশেদুল ও শাহিন ছুটে আসেন। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহতের দু’ছেলে রাশেদুল ও শাহিন জানান, তারা রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা। ৮/১০ বছর আগে বড় মজিদপুরে পৃথক বাড়ি নির্মাণ করে বাবা-মা সেখানে বসবাস করেন। আমরা বাস্তুভিটা বড়ঘোলায় দু’ভাই বসবাস করি। ছোট বোন পারভিন আক্তার বৈবাহিক সুত্রে স্বামীর বাড়ি পীরগঞ্জ সদরের রামপুরায় থাকে। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। বাবা-মা ছাড়া ওই বাড়িতে কেউ থাকে না।
আরও পড়ুন: ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
বিজ্ঞাপন
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জিডি মুলে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডেরে মোটিভ উদঘাটনের চেস্টা করছি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।