পুকুর থেকে উতলে উঠছে গ্যাস

হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের গোহারুয়া গ্রামে টিউবওয়েল স্থাপনকালে পুকুরসহ জমিতে গ্যাস উদগীরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিন যত যাচ্ছে ততই গ্যাস উতলে উঠছে। বন্ধ করে রাখা হয়েছে টিউবওয়েল। এতে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
রশিদপুর গ্যাসফিল্ড কর্তৃপক্ষ বলছেন, এ গ্যাস উত্তোলন যোগ্য নয়, পুকুর বা আশেপাশে বুদ বুদ করে যে গ্যাস উঠছে তা কিছু দিন পর বন্ধ হয়ে যাবে।
সরজমিনে দেখা যায়, মাস খানেক আগে উক্ত গ্রামের সফর আলী তার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপন করেন। তখন থেকেই গ্যাসের আলামত দেখতে পান তারা। এক সপ্তাহ পরে টিউবওয়েলের গোড়া ও পাশের পুকুরে গ্যাসের তীব্রতা দেখা দেয়। পুকুরের পানি ও জমিতে বুদ বুদ করে গ্যাস উদগীরণ হতে থাকে।
আরও পড়ুন: ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুত মিয়ার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। খবর পেয়ে রশিদপুর গ্যাস ফিল্ড হতে একটি বিশেষজ্ঞ দল ঘটনা পরিদর্শন করে এবং এক সপ্তাহের মধ্যে গ্যাসের উদগীরণ বন্ধ হয়ে যাবে বলে তারা স্থানীয়দের জানান। কিন্তু দীর্ঘ এক মাস পরও পুকুরের পানিতে গ্যাস আরও অধিকভাবে উতলে উঠছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বিষয়টি গ্যাসফিল্ড কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
রশিদপুর গ্যাসফিল্ডের উপ-মহাব্যাবস্থাপক জানান, এগুলো মাটির ১০০/১৫০ ফিট গভীর থেকে অতি হালকা পকেট গ্যাস যা উদ্ভিদ জাতীয় জিনিস পচে এ গ্যাস সৃস্টি হয়েছে। কিছুদিন গ্যাস বের হয়ে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, আতংকিত হওয়ার কোনো কারণ নাই।