Logo

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৮ অক্টোবর, ২০২৫, ১১:২৮
16Shares
ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে এক পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল মালেক (৭০) ওই এলাকার বাসিন্দা। তার ছেলে বাদল মিয়া (৪০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে বাদল হাতে ছুরি নিয়ে বাবার ঘরে ঢোকে। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে বাদল ছুরিকাঘাত করলে আব্দুল মালেক গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নান্নু মিয়া বলেন, “বাদল অনেক দিন ধরেই মাদকাসক্ত। জেলে গিয়েও তার পরিবর্তন হয়নি। পরিবারে সবার সঙ্গেই তার আচরণ ছিল অমানবিক।”

নিহতের পুত্রবধূ কামরুন্নাহার বেগম জানান, “বাদল হাতে ছুরি নিয়ে ঘরে ঢুকে বলে, ‘আমাকে জেলে পাঠাইছেন কেন?’ বাবা হাতজোড় করে ক্ষমা চাইলেও সে ছুরি চালায়।”

প্রতিবেশী তামিম ইকবাল সবুজ বলেন, “একসময় বাদলকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়েই সে আগের মতো মাদকাসক্ত আচরণে ফিরে যায়।”

বিজ্ঞাপন

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তির প্রভাবে ছেলেটি পিতাকে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD