‘ছাত্র সংসদ নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না’

ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নেত্রকোণা সদর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই জনগণের সঙ্গে মিলিত হয়ে আওয়ামী লীগের পতন ঘটানো সম্ভব হয়েছে। তবে এখনো ষড়যন্ত্র চলছে—আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণকে সঙ্গে নিয়েই প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে বিএনপি।
বিজ্ঞাপন
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।