নাচোলে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় রাণী ইলা-মিত্রের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ইলা-মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে জন্মশতবার্ষিকীর কেক কর্তন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। চার দিনব্যাপী ইলা মিত্র মেলার শুভ উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান শিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ‘নাচোলের রাণী’ চলচ্চিত্রের পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলা মিত্র গবেষক ও লেখক আলাউদ্দিন আহমেদ (বটু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ইসরাইল হক সেন্টু।
আলোচনা শেষে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠীর নৃত্য, ঐতিহ্যবাহী গোম্ভীরা ও নাটিকা পরিবেশিত হয়।
শেষে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে ইলা মিত্রের স্মৃতি ফলকে মাল্যঅর্পণ করে শ্রদ্ধা জানান বিধান শিংসহ আদিবাসী সম্প্রদায়রা।
বিজ্ঞাপন