ফুলগাজীতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে বিজিএমইএ পরিচালকের আর্থিক অনুদান

ফেনীর ফুলগাজী উপজেলার এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া একমাত্র শিক্ষার্থী তানজিলীনা বিনতে তাজুলকে আর্থিক উপহার ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিজিএমইএ’র পরিচালক ও ম্যাগপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফুলগাজী উপজেলার পশ্চিম বশিকপুর খন্দকার বাড়িতে গিয়ে তিনি এ সম্মাননা ও উপহার প্রদান করেন।
উল্লেখ্য, খালেদা জিয়া মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলীনা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এবারের পরীক্ষায় ফুলগাজী উপজেলার মোট ৮২৯ জন পরীক্ষার্থীর মধ্যে তিনিই একমাত্র শিক্ষার্থী যিনি সর্বোচ্চ গ্রেড পেয়েছেন।
বিজ্ঞাপন
মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ তানজিলীনা ভবিষ্যতে একজন সফল আইনজীবী হয়ে দেশের সেবায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি পশ্চিম বশিকপুরের প্রবাসফেরত সৈয়দ তাজুল ইসলাম স্বপন ও গৃহিণী রাশেদা আক্তার দম্পতির মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তানজিলীনা মেজো। তার বড় ভাই সৈয়দ তাওফিক তাজুল নিলয় স্নাতকে অধ্যয়নরত এবং ছোট বোন তানজিন তাজুল মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
তানজিলীনা মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ থেকেই এসএসসি পাস করেন। তখন প্রত্যাশিত ফল না পাওয়ায় আরও মনোযোগী হয়ে এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনের লক্ষ্য স্থির করেন তিনি। পরিবারের সহযোগিতা ও নিজের অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জন করেছেন এই মেধাবী শিক্ষার্থী।