চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শামসুজ্জামান দুদু’র মতবিনিময়

বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচনকে প্রলম্বিত করা হয়েছে, এখন চাকিদিকে আগুন দেওয়া হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে। তবে যাই ঘটুক না কেন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অবশ্যই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে শহীদ জিয়ার মার্কা, বেগম জিয়ার মার্কা, তারেক জিয়া মার্কা ধানের শীষের মার্কার যেন কোনো ব্যত্যয় না ঘটে। মানুষের কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে। ধানের শীষের প্রচার করতে হবে।
বিজ্ঞাপন
আমাদের মনে রাখতে হবে, একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে সেই মার্কায় ভোট দিলে নাকি বেহেস্তে চলে যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না। এতবড় মিথাবাদীরা যদি ক্ষমতায় যায়, বা ক্ষমতার আশেপাশে যায় তাহলে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম প্রমুখ।