Logo

হাসপাতালের প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশ

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
১৯ অক্টোবর, ২০২৫, ১৬:৪৩
17Shares
হাসপাতালের প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের এক প্রেসক্রিপশনে সাপোজিটরি খাওয়ার নির্দেশনা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে প্রেসক্রিপশনটির ছবি ছড়িয়ে পড়তেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফয়সাল শেখ নামের এক ব্যক্তি তার প্রোফাইল ও ‘উই আর রাজবাড়ীয়ানস’ ফেসবুক গ্রুপে ছবি পোস্ট করে লেখেন— “জ্বর বেশি হলে ডাক্তার সাপোজিটরি খাওয়ার পরামর্শ দিলেন। আগে কখনো খাওয়া হয়নি, কেউ জানালে উপকার হয়।” পোস্টটি দেখেই অনেকে হাস্যরসাত্মক মন্তব্য করেন, কেউ কেউ আবার স্বাস্থ্যসেবার মান নিয়ে উদ্বেগ জানান।

জ্বর বেশি হলে ডাক্তার সাপোজিটরি খাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু আগে কখনো সাপোজিটরি খাওয়া হয় নাই, তাই জানি না এটা কীভাবে খেতে হয়। কারো যদি পূর্বে সাপোজিটরি খাওয়ার অভিজ্ঞতা থাকে শেয়ার করবেন। (বিঃদ্রঃ প্রেসক্রিপশন করেছেন ডাক্তারের সহকারী, নিচে সিগনেচার ডাক্তারের)’

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স রওশন আরা বলেন, হাসপাতালে ডাক্তার সংকট, যখন রোগীর চাপ বাড়ে তখন ডাক্তার একা সামাল দিতে পারেন না। অনেক সময় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ইন্টার্ন করছেন তারা প্রেসক্রিপশন করেন। ডাক্তার সেটা দেখে প্রেসক্রিপশনে সই দিয়ে দেন। রোগীর ভিড়ে অনেক সময় ভুল হতে পারে।

বিজ্ঞাপন

হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান বলেন, সাপোজিটরি সাধারণত পায়ু পথে নিতে হয়। এটা কোনোভাবেই খাবার জন্য নয়। হয়তো ভুলবশত হয়েছে এমনটা। ম্যাটসের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নেয় কিন্তু প্রেসক্রিপশন করার এখতেয়ার তাদের নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে— কেউ একে অবহেলার নিদর্শন বলছেন, কেউবা কৌতুকে মেতেছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD