চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ ভয়াবহ আগুন

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ বেশি কাছে যেতে সাহস পাননি।
বিজ্ঞাপন
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক তা বুঝতে পেরে দ্রুত রাস্তার পাশে গাড়ি থামিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়। আগুনের তীব্রতায় মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
বিজ্ঞাপন
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভেনি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরি বলেন, “আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত শেষে জানা যাবে।”
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি, তবে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে।