Logo

রোগী দেখা অবস্থায় ডাক্তারের উপর হামলা করলো আরেক ডাক্তার

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
২০ অক্টোবর, ২০২৫, ১৬:৫৩
18Shares
রোগী দেখা অবস্থায় ডাক্তারের উপর হামলা করলো আরেক ডাক্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ধুনট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চিকিৎসক ডা. আ. ন. ম. গোলাম হামিম (৩৭) ধুনট মোড় এলাকার বাসিন্দা এবং ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী। তিনি শজিমেক মেডিকেল কলেজের প্রভাষক ডা. ইকবাল হোসেন সানি (৩৯)সহ আরও ছয়জনকে আসামি করে রাতে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, দুপুরে ডা. হামিম তাঁর ক্লিনিকে রোগী দেখার সময় হঠাৎ ডা. ইকবাল হোসেন সানি ১৪–১৫ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসহ ক্লিনিকে প্রবেশ করেন। তারা প্রথমে গালাগাল করে, পরে দরজা বন্ধ করে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে হামিমের ডান হাতের কনুই ভেঙে যায় এবং বাম কানের পর্দা ফেটে যায়।

চিৎকার শুনে কর্মচারী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে আহত করে। পরে ক্লিনিকের ক্যাশ ড্রয়ার থেকে দুই লাখ টাকা নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ডা. হামিম বলেন, “আমি অ্যানেস্থেসিওলজিস্ট। শেরপুরে ডা. ইকবাল হোসেনের নেতৃত্বে এক সিন্ডিকেট চলছে। তাদের সঙ্গে সমঝোতা না করায় আমার ওপর হামলা চালানো হয়েছে।”

বিজ্ঞাপন

তবে অভিযোগ অস্বীকার করে ডা. ইকবাল হোসেন বলেন, “হামিম আমার স্কুলের জুনিয়র। সে চিকিৎসকদের গ্রুপে বাজে মন্তব্য করেছিল। আমি কেবল কথা বলতে গিয়েছিলাম, হামলার কিছু হয়নি।”

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD